বিডিলনিউজ: ব্যারিস্টার ড. তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আজ তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে গত ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকার পক্ষে মামলা পরিচালনার জন্য দু’জন প্রসিকিউটর নিয়োগের পর তা স্থগিত করা হয়। ওই দিন সকালে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়, ট্রাইব্যুনালে নতুন প্রসিকিউটর হিসেবে ব্যারিস্টার হোসেন-ই-মঞ্জুর ও ব্যারিস্টার সানিয়ান রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। এর কিছুক্ষণ পর আইন মন্ত্রণালয় এই দুই প্রসিকিউটর নিয়োগের আদেশ স্থগিত করে। ব্যারিস্টার ড. তুরিন আফরোজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ সুপ্রীম কোটের্র একজন আইনজীবী। তিনি একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ‘আইন বিষয়ক সম্পাদক’ হিসেবে ২০১০ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।
Discussion about this post