অ্যাডভোকেট ওয়াসিম খলিলঃ
একজন আইনরে ছাত্র সরকারি/বেসরকরি বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর পড়া লেখা শেষ করে এল এল.বি/এল এল.এম কিংবা উভয় ডিগ্রি অর্জন করে বার কাউন্সিল এর পরীক্ষায় পাস করে আইন পেশা পরিচলনা করার জন্য সনদ প্রাপ্ত হয়ে র্কোট এ আসছেন জুনিয়র আইনজীবী হিসেবে। ছোট বলো থেকে তার সপ্ন থাকে একজন নামকরা আইনজীবী হবেন। কিন্তু র্কোট এ আসার পর তিনি পরেন মহা বিপদের মাঝে, কারন বাবা মা তার সন্তান কে এতদিন পড়া লেখার টাকা পয়সা দিতেন।পড়া-লেখা শেষ করার পর আর খরচ দিতে চান না।নবীন আইনজীবী হিসেবে তিনি তেমন মামলা-মোকদ্দমা পান না বা মামলা-মোকদ্দমা পরিচালনা করতে পারেন না বলে মক্কেল পান না।তাই র্কোট এর নতুন পরিবেশ এর সাথে তাকে মানিয়ে নিতে অনেক কষ্ট হয়।তাকে র্কোট এর পরিবেশ সমন্ধে জানার জন্য এবং শেখার জন্য সিনিয়র আইনজীবীর সাহায্যরে দরকার পরে কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় সিনিয়র আইনজীবীরা তাকে ঠিক মত কাজ শেখায় না বা সাহায্য করে না।তবে সব চাইতে কষ্টের ব্যাপার হল সিনিয়র আইনজীবীরা নবীন আইনজীবিদের দিয়ে অনকে কাজ করায় কিন্তু তাদেরকে ঠিকমত পারিশ্রমিক দেয় না,দিলেও ৫০ টাকা বা ১০০ টাকা ।যারফলে অনেক নবীন আইনজীবিরই নতুন নতুন অবস্থায়ই এই পেশার প্রতি অনেকটা অনিহা চলে আস।নবীন আইনজীবির সুখ দুঃখ সিনিয়র আইনজীবীরা বুঝতে চান না।আমি মনে করি সিনিয়র আইনজীবীদের একটু সহানুভূতিশীল হওয়া দরকার নবীন আইনজীবিদের প্রতি । আজকে যারা সিনিয়র আইনজীবী আছেন তারা একদিন থাকবনে না, এই নবীন আইনজীবিরা একদিন সিনিয়র আইনজীবী হবেন ।
Discussion about this post