নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সিরাজউদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সিরাজউদ্দিন উপজেলার বালিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় চারটি মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে। সে বড়াইগ্রাম উপজেলার অন্যতম শীর্ষ মাদকবিক্রেতা।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাটাশকোল গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরো জানায়, ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি বিদেশি পিস্তল, এক রাউন্ড পিস্তলের তাজা গুলি, পিস্তলের গুলির একটি খালি খোসা, একটি ম্যাগাজিন, ৫৩০ পিস ইয়াবা, নগদ ৩২০৫ টাকা, একটি চার্জার টর্চ লাইট, ছয়টি পুরানো স্যান্ডেল, একটি মোবাইল ফোন এবং দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ সিপিসি ২, নাটোর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাবের একটি টহল দল দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা টহল শেষে নাটোর ফিরছিল। পথে কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় পৌঁছলে কয়েকজনের আনাগোনা দেখে তাদের সন্দেহ হলে র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু তারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি করে।
পরে বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ একজনকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Discussion about this post