চবি করেসপন্ডেন্ট,বাংলামেইল২৪:গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং সংগ্রামের পথ বেঁয়ে বাংলাদেশ ছাত্রফেডারেশনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কলা ভবনের ঝুপড়ির পাদদেশে চবির ছাত্রফেডারেশনের উদ্যেগে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্যদিয়ে নেতাকর্মীরা দিবসটি দুপুর ১ টায় কেক কেটে উদযাপন করে।
চবি শাখার উদ্যেগে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন সভাপতি আনোয়ারুল সাদাত জুনায়েদ,সাধারন সমপাদক বিকুল তাজিম,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান,সহ সাধারন সম্পাদক কামরুল হাসান,অর্থ সম্পাদক থুই সিং মারমা,প্রচার সম্পাদক মির্যা ফখরুল, দপ্তর সম্প আং সাং মাইয়া মারমা,কলা অনুষদের সাধারন সম্পাদক জান্নাতুল ফেরদৌস আরা মুন্নি সহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে চবি শাখার আনোয়ারুল সাদাত জোনাইদ বলেন,’ আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে যৌক্তিক দাবি আদায়ের লক্ষে এগিয়ে যাচ্ছি। আমাদের এই যৌিক্তক আন্দোলন সামনে আরও এগিয়ে যাবার জন্য আজ থেকে আরও বেশি কাজ করতে হবে’।
চবি শাখার সাধারন সম্পাদক বিকুল তাজিম বলেন,’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সেশনজট,সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শিক্ষাঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত করতে আরো জোর দার ভুমিকা রাখব।’
Discussion about this post