নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদী দখল করে গড়ে ওঠা একটি পেট্রোল পাম্প ও ছয়টি ইট ভাটার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
শনিবার (০৪ জুন) বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক গোলাম মোস্তফার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়।
তিনি জানান, বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদী দখল করে গড়ে ওঠা সিটি ওয়েল নামে একটি পেট্রোল পাম্প, স্থানীয় বাসিন্দা ইব্রাহীমের মালিকানাধীন এমজিএম ব্রিক ফিল্ড, রুহুল আমিনের মালিকানাধীন ন্যাশনাল ব্রিক ফিল্ড, আমজাদ হোসেনের মালিকানাধীন এবি এস ব্রিক ফিল্ড উচ্ছেদ করা হয়েছে।
গত ৩০ মে থেকে বিভিন্ন অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post