বিডি ল নিউজঃ

নারীর মন কী ভাবে
নারীর মন:জীবনের প্রথম পুরুষ প্রত্যেক নারীর জীবনেই একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম প্রেম, প্রথম শারীরিক অভিজ্ঞতা, প্রথম ভালোবাসার সেই তীব্র আকর্ষণ আর উচ্ছসিত অনুভবকে বাকি জীবন ভুলতে পারেন না কোন নারীই। এখন হয়তো তিনি খুব চমৎকার একজন পুরুষের সাথে আছেন, কিন্তু জীবনের প্রথম পুরুষের ছায়া সারাটা জীবন তার মনে-মস্তিষ্কে থেকেই যায়। কারণ প্রথম প্রেমের সেই দারুণ অনুভব যে আর কখনো ফিরে আসে না জীবনে। এবং বলাই বাহুল্য যে অধিকাংশ ক্ষেত্রেই প্রথম প্রেমটি হয় ব্যর্থ। তাই সেটার স্মৃতি যেন পীড়া দেয় আরও বেশি।
প্রথম পুরুষকে নিয়ে আসলে কী ভাবে নারীর মন? জেনে নিন এমন ১৫টি কথা, যা নিজের প্রথম পুরুষকে বলতে চান প্রায় সকল নারীই।
১) ভালোবাসা কী, সেটা তুমিই প্রথম শিখিয়েছ।
২) তোমাকে হারাবার বেদনা ভুলতে পারিনি বহুকাল।
৩) একটা সময় ছিল, যখন তোমাকেই মনে হতো পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় পুরুষ!
৪) এখন কোথায় আছো তুমি? কেমন আছো?
৫) আমার পর কে এসেছিল তোমার জীবনে? বিয়ে করেছো?
৬) তোমার জীবনের প্রেমিকাদের মাঝে আমার অবস্থান কোথায়?
৭) ভালোবাসা হারাবার কষ্ট কত ভয়ানক, সেই অভিজ্ঞতাও তোমার কাছ থেকে পাওয়া।
৮) ভাগ্যিস আমাদের সম্পর্ক টেকেনি (কারণ এটার চাইতে বড় ভুল আর কিছুই হতো না)!
৯) অল্প বয়সে মানুষ কত ধরণের ভুল করে, সেটার উদাহরণ আমাদের সম্পর্ক।
১০) তোমার কি কখনো মনে পড়ে আমাকে?
১১) তোমার স্ত্রী কি আমার চাইতেও বেশি সুন্দরী?
১২) আমি কখনোই তোমাকে ভুলিনি, ভুলে যাওয়ার ভান করেছি কেবল।
১৩) তোমার চাইতে বহুগুণে সেরা একজন পুরুষ এখন আমার সঙ্গী।
১৪) তুমি ভুল মানুষ ছিলে বলেই চিনতে শিখেছি সঠিক মানুষকে।
১৫) মাঝে মাঝে এখনো খুব কষ্ট হয় অতীত মনে করে…
সুপারম্যান: নারীর স্বপ্নের পুরুষ
সব সময়ই তাঁর নিরাপত্তা চান নারী। নারীর যত চাওয়া, তাঁর পুরুষ-সঙ্গীটি সুপারম্যানের মতো তাঁকে আগলে রাখুক সারাটিজীবন, তাঁর সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করুক। তাই পুরুষের উচিত, তাঁর নারী-সঙ্গীর সব বিপদ-আপদে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসা, পাশে থাকা। নারী-সঙ্গীকে এই নিশ্চয়তা দেওয়া যে, সে থাকতে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
Discussion about this post