বিডিলনিউজ: নারী নির্যাতন একটি মানবতাবিরোধী অপরাধ বলে মন্তব্য করেছেন ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল। একই সাথে তিনি পারিবারিক সহিংসতার মামলাগুলো দ্রুত বিচার আইনে নিয়ে আসার দাবি জানান। গতকাল রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে নারী নির্যাতন বন্ধে অভিনব উদ্যোগ- ‘আমরাই পারি’ আয়োজিত এক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা আরো বলেন, সমাজে যতদিন না পর্যন্ত নারীর প্রতি সহিংসতাকে সন্ত্রাস হিসাবে বিবেচনা করা হবে ততদিন পর্যন্ত নারীর প্রতি সহিংসতা কমবে না। নারী নির্যাতন বন্ধে এখন পুরুষ এগিয়ে এসেছে, তাদের আরো বেশি করে আন্দোলনে যুক্ত করতে হবে। নারী নির্যাতন বন্ধের আন্দোলনকে প্রতিদিনের আন্দোলনে পরিণত করতে হবে। তিনি আরো বলেন, নারী নির্যাতনের বিষয়টিকে নারীর সম্ভ্রমহানী হিসাবে শুধু নয় একে নারীর মৌলিক অধিকার লঙ্ঘন বলে বিবেচনা করতে হবে। তিনি আরো বলেন, আসামির জামিনদারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এছাড়া যে সমস্ত আইনজীবী আসামির পক্ষে লড়ছেন তাদেরও মানসিক পরিবর্তন আনা জরুরি। উন্মুক্ত আলোচনায় বক্তারা এ ব্যাপারে প্রশাসন, পুলিশের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।সূত্র:ইত্তেফাক
Discussion about this post