বিডি ল নিউজঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাস্থলের কাছে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সলিমুল্লাহ শাখার পুনর্মিলনীর এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও সাবেক মন্ত্রী দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা মঞ্চেই ছিলেন। উদ্বোধনী পর্বে কোরান তেলাওয়াত শেষ হতে না হতেই সভা মঞ্চের ১০ থেকে ১৫ হাত পেছনের দেওয়ালে বিকট শব্দে বোমা দুটি বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন উপস্থিত দর্শকরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ পুলিশের উপ কমিশনার মফিজউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছি। পরে অনুষ্ঠান শুরু হয়েছে।’
Discussion about this post