বিডি ল নিউজঃ একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর রায় আজ বুধবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেওয়ার কথা রয়েছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সামনে জামায়াত নেতা নিজামীর ফাঁসির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছে ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নামের দুটি সংগঠন।
বুধবার সকাল ১০টার আগে থেকেই সংগঠন দুটির নেতাকর্মীরা ট্রাইব্যুনালের সামনে সমবেত হতে থাকেন।
পরে তারা সোয়া দশটার পরই ট্রাইব্যুনালের সামনে নিজামীর ফাঁসি চাই বলে বিক্ষোভ করতে দাঁড়িয়ে যান। এখন তারা সেখানেই অবস্থান করছেন।
মিছিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদের জামান নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে রয়েছেন সাংগঠনিক সম্পাদক এটিএম সুলতান আহমেদসহ আরও অনেকে।
সূত্রঃ বাংলা মেইল
Discussion about this post