মুমূর্ষ বাবা-মাকে বাঁচাতে প্রচুর অর্থের দরকার কিন্তু সেই অর্থের কোন ব্যাবস্থা না থাকায় নিজেকেই বিক্রি করে দিচ্ছেন মেয়ে। এই লক্ষ্যে ফেসবুকে পোস্ট করেছেন গুজরাটের মেয়ে চাঁদনী। নিজের ছবি ও ফোন নম্বর ফেসবুকে পোস্ট করে তিনি অনুরোধ জানিয়েছেন, তিনি নিজেকে বিক্রি করতে চান তার আর্থিক সমস্যা সমাধানের জন্য।
চাঁদনি রাজগৌর জানিয়েছেন, তার মা অনেক দিন ধরেই পক্ষাঘাতে আক্রান্ত। সম্প্রতি পড়ে গিয়ে শয্যাশায়ী হয়ে গিয়েছেন তার বাবাও। বিশ বছর পুর্বে ভোপাল থেকে বাবা-মায়ের সঙ্গে ভদোদরায় চলে যান চাঁদনী।
ফেসবুকে তিনি জানিয়েছেন, এইভাবে নিজেকে নিলামে তুলে দেওয়া ছাড়া তাঁর কাছে আরও কোনও বিকল্প ছিল না।
তিনি জানিয়েছেন যে তিনি এতে ভীষণ লজ্জিত, কিন্তু তার আর কিছু করার ছিল না। এইভাবে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী আনন্দিবেন পটেলের কাছেও সাহায্যের আবেদন করেন।
চাঁদনীর প্রত্যাশা করেন যে, তিনি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন। তিনি বলেছেন যে, তাঁকে সাহায্য করার জন্য ইতিমধ্যেই অনেক সারা পেয়েছেন।
Discussion about this post