আঠারো দলীয় জোটের একটানা ৬০ ঘন্টা হরতাল কর্মসূচিকে ঘিরে গোটা রাজধানি জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনির সদস্যরা। অনাকাংক্ষিত সকল প্রকার নাশকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেক পোষ্ট। এছাড়াও গুরুত্বপুর্ন সব স্থাপনায় পুলিশি উওস্থিতি বাড়ানো হয়েছে। নজরদাড়ি বাড়ান হয়েছে বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপরেও।
সর্বশেষ তথ্য অনুযায়ি জানা যায়, মতিঝিল, কাটাবন, সাইন্স ল্যাবরেটরি, কলাবাগান, আসাদ গেট, কলেজ গেট, মধুমিতা সিনামা হলের সামনের রাস্তায়, দোয়েল চত্বর, কল্যানপুর, মিরপুরসহ বিভিন্ন গুরুত্বপুর্ন সড়কে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে। এসব চেকপোষ্টে চালান হচ্ছে তল্লাশি অভিযান। রাস্তা দিয়ে চলাচল্কারী যানবাহনের যাত্রীরাসহ পথচারীরাও বাদ পড়ছেনা এই তল্লাশী অভিযান হতে। সন্দেহজনক কাউকে দেখা মাত্রই দাড় করিয়ে দেহ ও সঙ্গে থাকা লাগেজপত্র তল্লাশি করছে পুলিশ। গতকাল সন্ধ্যার পর হতেই আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশদের (ডিবি) সর্বত্র টহল দিতে দেখা গেছে। আগারগাঁও, রামপুরা, শ্যাওড়াপারা, পল্টন, বাইতুল মোকাররম, হাইকোর্ট এলাকা সহ অন্যান্য স্থানেও অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে।
পুলিশ কর্মকর্তারা জানান, হরতাল কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এই তল্লাশি কার্যক্রম সেই প্রস্তুতির একটি অংশ মাত্র।
Discussion about this post