চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহযোগিতায় সারা দেশের আইনের শিক্ষার্থীদের জন্য ল’ ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন শিক্ষার্থীদের পরিচালিত আন্তর্জাতিক সংগঠন ‘দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস্ ( নীলস) এর বাংলাদেশ চ্যাপ্টার এই কর্মশালার আয়োজন করছে।
শিক্ষার্থীদের মাঝে বাস্তবতার আলোকে আইনের প্রয়োজনীয়তা, দক্ষতা বাড়ানো এবং কর্পোরেট কালচারে নিজেকে যুক্ত করার নানা দিক নিয়ে আলোচনা করা হবে উক্ত কর্মশালায়।
আগামী ১৫ই ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান আইন অনুষদ মিলনায়তনে “ল ক্যারিয়ার গাইডলাইন” নামক কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালায় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা ও তথ্য জানার সুযোগ পাবে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত থাকবেন আইন অঙ্গনে সফল ব্যক্তিরা। তাঁরা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি তাদের অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখবেন ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন।
প্রসঙ্গত, গত বছর ৫ই জানুয়ারি নীলস দেশ জুড়ে সাড়া জাগানো পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রথমবারের মত ‘ক্যারিয়ার অপরচুনিটি: ওয়ে টু থ্রাইভিং লিগ্যাল ইন্ডাস্ট্রি’ শিরোনামে কর্মশালায় আয়োজন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রখ্যাত সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) মো. মাসদার হোসেন, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুমা জামান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি আইন বিভাগের সভাপতি ক্রিশ্চিন রিচার্ডসন।
ওয়ার্কশপে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ এর অধিক আইন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বিষয়টি নিশ্চিত করে নিলস বাংলাদেশের প্রেসিডেন্ট নাছরিন সুলতানা বলেন, “এই কর্মশালা আইন শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে উপযুক্ত গাইডলাইন দিবে এবং সংশ্লিষ্ট বিষয়গুলির প্রতিষ্ঠিত পেশাজীবীর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের চাকরির সুযোগ তৈরী করবে।
নীলস বাংলাদেশ’র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) মিহির মিশকাত বলেন, আগামী ১৫ই ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে “ল ক্যারিয়ার গাইডলাইন” নামক কর্মশালাটি অনুষ্ঠিত হবে। প্রথমবার সফল আয়োজনের পর ২য় বারের মত দেশব্যাপী শুধুমাত্র আইন শিক্ষার্থীদের নিয়ে অন্যতম বৃহত্তম এই কর্মশালা সফল্ভাবে আয়োজনে যত ধরণের প্রদক্ষেপ নেওয়া দরকার, সবই নেওয়া হচ্ছে।। দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের আগ্রহ আমাদের দায়িত্ববোধ আরো বৃদ্ধি করেছে।”
১৫ই ফেব্রুয়ারি “ল ক্যারিয়ার গাইডলাইন” নামক কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক আইনাঙ্গনের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে এবং কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ফেসবুক ইভেন্ট থেকে। লিঙ্ক- Workshop on Law Career Guideline
— আব্দুল্লাহ আল সায়েম, চট্টগ্রাম প্রতিনিধি।
Discussion about this post