ডেস্ক রিপোর্ট:
নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকা থেকে আবদুল কাইয়ুম (৩২) ও তার দুই বছরের ছেলে আহনাব শাকিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়।আবদুল কাইয়ুম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরের খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় নাগরা ওষুধ প্রশাসনে চাকুরি করতেন। সেখানে ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন তিনি।
মৃতের স্ত্রী সালমা আক্তার জানান, নেত্রকোনা পৌর সভার নাগড়া এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার স্মৃতি সড়কে রুহুল আমীনের বাসার চতুর্থ তলায় ভাড়া থাকতেন তারা। প্রতিদিনের ন্যায় বুধবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোর ৫টায় উঠে পাশের রুমে স্বামী ও সন্তানের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলেন তিনি। সকালে বিষয়টি স্থানীয়দের জানান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে পরে কাইয়ুম নিজেও আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য দু’ জনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
Discussion about this post