নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ নেতা অ্যাডভোকেট সীতাংশু বিকাশ আচার্য চৌধুরী সভাপতি এবং বিএনপি নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম খান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এতে সভাপতি পদে সীতাংশু পেয়েছেন দেড়শ ভোট আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি লিয়াকত আলী খান পেয়েছেন ১২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মুকুল পেয়েছেন ১২২ ভোট আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল হাসান মঞ্জু পেয়েছেন ১১৫।
নির্বাচনে সহসভাপতি পদে শফিউল হক তালুকদার ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম খান পেয়েছেন ৯৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে শেখ মোহাম্মদ মুজিবুর রহমান ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ১০২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এম এ মজিদ।
সদস্য পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে নির্বাচিত হয়েছেন পাঁচজন। তাঁরা হলেন- জহিরুল ইসলাম (১৮৭), এখলাছুর রহমান খান (১৬৮), শামীম আহম্মেদ (১৬১), মুজিবুর রহমান (পূর্ব) (১৫৭) এবং মোশারফ হোসেন তমাল (১৫৩)।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাইব্রেরি সম্পাদক আইনজীবী আবুল মুনসুর, খেলাধুলা সম্পাদক শরীফুল ইসলাম ও অডিটর আব্দুর রাশিদ (বারহাট্টা)।
জেলাও দায়রা জজ অাদালত কমপ্লেক্সে গতকাল (২৩ জানুয়ারি) সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯২ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ আইনজীবী নুরুল ইসলাম ভূঁইয়া।
Discussion about this post