বিডি ল নিউজঃ শাহরুখ খানকে আসলে যারা বলিউড বাদশাহ বানিয়েছেন, তারা আসলে বুঝে শুনেই বানিয়েছেন। এই লোকটার মাঝে যে কি পরিমাণ সৃজনশীলতা রয়েছে তা তাকে বিশ্লেষণ না করে বুঝা যাবে না। দুনিয়াতেই এমন লোক আরেকটা পাওয়া মুশকিল। অভিনয়, ব্যবসা, খেলাধুলা, আবার নতুন প্রযুক্তির ব্যবহার সব দিকে তার দাপট, যা সত্যি তাকে অভিনয় জগতের বাদশাহ বলা উচিত। পিকে সিনেমায় আমির খানের চমক ছিল ভিনগ্রহের জীব। তবে চুপ করে বসে নেই আরেক খানও। চরিত্রের পরীক্ষা-নিরীক্ষায় এবার মিস্টার ফারফেকশনিস্টকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি শাহরুখ খান। এর আগেও বিগ বাজেটে প্রযুক্তি নির্ভর সিনেমা রা ওয়ান করেছেন শাহরুখ খান। যদিও তা খুব একটা সাড়া ফেলতে পারেনি। কিন্তু এবার শাহরুখ যেটা করতে চলেছে, তা ভারতীয় সিনেমায় ইতিহাস সৃষ্টি করতে পারে। ট্রেইলার দেখেই অনেকে মনে করছেন, এই সিনেমা হয়তো এ বছরে ভারতীয় দর্শক ও শাহরুখ ভক্তদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হতে চলেছে।
হলিউডের পরিচালক জেমস ক্যামেরুনের কল্যাণে চোখ ধাঁধানো অ্যানিমেশন সিনেমা বেশ কয়েকবার দেখেছে বিশ্ববাসী। এবার শাহরুখের হাত ধরে বলিউড দেখবে একটি সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর হলিউড মানের অ্যানিমেশন সিনেমা। সিনেমাটির নাম অথর্ব- দ্য অরিজিন। সিনেমার গল্প রমেশ থামিলমানির লেখা একটি গ্রাফিক্স উপন্যাস। শাহরুখকে এই সিনেমায় মূল ভূমিকায় দেখা যাবে। সিনেমাটি পৃথিবী সৃষ্টির কয়েক বছর পরের সময়ের প্রেক্ষাপটে তৈরি। বিশ্বজুড়ে ডাইনোসর বা আদিম জন্তুদের দাপট। সেই সময়ের একজন ভাবী রাজার লড়াইয়ের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
Discussion about this post