বিডিলনিউজঃ বখশীবাজারে অবস্থিত অস্থায়ী আদালত পিলখানা হত্যাকান্ডে অভিযুক্তদের মধ্য হতে হত্যাকাণ্ডের অন্যতম হোতা ডিএডি তৌহিদসহ ১৫৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। মামলায় বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৫৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া আরো ২৬৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। কোন অপরাধ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন ২৭১ জন।
রাজধানীর পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে ড. আখতারুজ্জামান মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। এর আগে ৮১৩ জন আসামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। জামিনে থাকা ১৩ জন আসামীর মধ্যে ১০ জন আসামিও আদালতে উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে বারোটায় রায় পড়া শুরু হয়। রায়কে কেন্দ্র করে গোটা আদালত প্রাঙ্গন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। আসামির সংখ্যা বিবেচনায় এটি সম্ভবত পৃথিবীতে সবচেয়ে বড় হত্যা মামলা।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির বর্বর হত্যাকাণ্ডের এ মামলায় আসামি ৮শ’ ৩৪, এর মধ্যে বেসামরিক ২৩ জন। বিদ্রোহের নামে ওই নারকীয় হত্যাযজ্ঞ হয়েছিল পিলখানায় ‘বিডিআর’ সদর দপ্তরে। সেখানে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। এ হত্যাকাণ্ডে নিহত হন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ২৫ তারিখ সকালে দরবার হলে তার ওপরই প্রথম আক্রমণ হয়।
Discussion about this post