বিডিলনিউজঃ
রিমান্ড শব্দটা শুনলেই আমরা অনেকে আঁতকে উঠি । চোখের সামনে ভেষে উঠে বাংলা সিনেমায় দেখানো রিমান্ডের নামে পুলিশি নির্যাতনের দৃশ্য । রিমান্ড মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ । যদিও রিমান্ড বা জিজ্ঞাসাবাদের সময় আসামীকে শারীরিক কিংবা মানষিক কোন নির্যাতনের আইনগত কোন ভিত্তি নেই, তারপরও কোন কোন ক্ষেত্রে দেখা যায় আসামী রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয় । আশার কথা হল রিমান্ডে নির্যাতনেরও এখন আইনি প্রতিকার আছে । কেউ রিমান্ডে নির্যাতিত হলে “নির্যাতন এবং হেফাজতে মৃত্যু(নিবারণ)আইন, ২০১৩ এর অধীনে নির্যাতনকারী পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা যায় । এতে শুধু ঐ পুলিশ সদস্য না তার সহযোগিদের ও শাস্তি নিশ্চিত করা যায় এবং ক্ষতিপূরণ আদায় করা যায় । এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপিস কমপ্লেইন সেল’ ২৪ ঘণ্টা খোলা থাকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের জন্য। পুলিশ সদস্যদের যেকোনো অপেশাদারমূলক আচরণ ও কর্মকান্ডের বিরুদ্ধে সেখানে অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে ত্বড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হয় ।
Discussion about this post