পেশাদার ব্যক্তি ছাড়া হাতুড়ে লোকজন থেকে আইনগত পরামর্শ না নেওয়ার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি জেলার লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ জুনায়েদ।
তিনি বলেন, আমার খুবই নিকটাত্মীয় গত বছর তিনেক ধরে আমাকে বলছে সে আমার এক চাচার কাছ থেকে জমি পায়। গাইবান্ধা থেকে কখন বাড়ী আসি সে অপেক্ষায় থাকতো।একদিন বাড়ীতে আসলে কাগজপত্র সহ উভয়পক্ষ, তাদের পরামর্শদাতা মুন্সী/ মুহুরিকে মুখোমুখি করলাম।উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা ও বক্তব্য শুনে দেখলাম – সম্পত্তি দাবী করা পক্ষের কাছ থেকেই উল্টো অপর পক্ষ সম্পত্তি পাবে।অথচ লোকাল টাউটদের কথা শুনে অন্তত গত ০৫ বছর ধরে সম্পত্তি দাবী করে হয়রানি করছিলো এই পক্ষ!!!!
আমার আরেক আত্মীয় তার বাপের নাম বিআরএস খতিয়ানের দখলকার কলামে দানসূত্রে দখলকার লেখা থাকায় ঐ সম্পত্তি চেয়ে ঐ খতিয়ান নিয়ে আসলো।জিজ্ঞেস করলে উনি জানালেন – গত ৫০- ৭০ বছরে ঐ জমিতে তার মৃত পিতার কখনো দখল ছিলো না!!! আগের আরএস খতিয়ান আরেকজনের নামে।অথচ মুসলিম দানের মূল শর্ত হলো দখল হস্তান্তর ছাড়া দান হতে পারে না।
আমার গ্রামের একজন আরেকজনের জমি দখল করে ফেলেছে খতিয়ানে তার নাম থাকায়।অথচ দেশে জরিপকারীদের ভুল, অদক্ষতা ও দূর্নীতির কারনে লাখ লাখ খতিয়ানে ভুল। কারো সম্পত্তি অন্য কারো নামে রেকর্ড বা নামজারী হলেই ঐ সম্পত্তি তার হয়ে যায় না। খতিয়ানকে সাধারণত দখলের প্রমান ধরা হয়, স্বত্বের প্রমান নয়।
উপরের তিনটি ঘটনায় অভিযোগকারী / দখলকার পক্ষের পরামর্শদাতা ছিলেন লোকাল মামলার টাউট মুহুরী/ সার্ভেয়ার/ মুন্সী!!! এরা গ্রামে উভয়পক্ষ, ভাই – বোন, চাচা – ভাতিজা এদের উসকে দিয়ে আইনী যুদ্ধে নামিয়ে নিজের আর্থিক লাভ করে।
অথচ এদের কারোই আইনগত পরামর্শ দেওয়ার এখতিয়ার নাই বা কখনো ছিলো না। কারন এরা কখনো আইন পড়ে নাই। খতিয়ানের অংশ চিনলেই তিনি আইনগত পরামর্শ দিতে পারেন না।একইভাবে ইনজেকশন পুশ করতে পারলেই তিনি চিকিৎসক হয়ে যান না।
এখন প্রশ্ন করতে পারেন, আমরা গরীব মানুষ সিনিয়র উকিলের পরামর্শ ফি এত টাকা কোথায় পাবো? আপনি জেনে অবাক হবেন – শুধু উকিল নয় আপনি সরাসরি জজের কাছ থেকে ও বিনামূল্যে আইনী পরামর্শ পেতে পারেন।আপনার জেলার লিগ্যাল এইড অফিসার একজন সিনিয়র সহকারী জজ, যিনি দেওয়ানী ও ফৌজদারী মামলার বিচার ও আইনগত বিষয়ে কমপক্ষে ৪/৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। কারো কারো অভিজ্ঞতা ১০ বছরের কাছাকাছি।
এছাড়া, তিনি বিচারক হওয়ার সুবাদে আপনার জন্য প্রয়োজন হলে সিনিয়র বিচারক ও আইনজীবীদের পরামর্শ ও ফ্রি তে পেতে পারেন। এর বাইরে শত শত মানবিক আইনজীবী মানুষকে এমনিতেই বিনামূল্যে আইনগত সহায়তা ও পরামর্শ দেন, আপনি তাদের শরণাপন্ন হোন।ভুলে ও কোনো টাউটের কাছে যাবেন না। এতে আপনি নিজে হয়রানি হবেন, আরেকজন নিরপরাধ মানুষকে বিনা দোষে হয়রানি করবেন।
জেলা লিগ্যাল এইড অফিসার
রাঙ্গামাটি পার্বত্য জেলা
Discussion about this post