নিজস্ব প্রতিবেদক
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছোট ভাই মশিউর রহমান খান গণমাধ্যমকে এই খবর জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
সমস্যা বাড়লে ১০ ডিসেম্বর তাকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দুই দিন আগে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়ছিল।
প্রথম আলো প্রখ্যাত সাংবাদিক জনাব মিজানুর রহমান খান এর জানাজা আগামীকাল মঙ্গলবার, সকাল ১০ টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের সম্পাদক রুহুল কুদ্দুস (কাজল) সকলকে জানাজায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।
Discussion about this post