ডেস্ক রিপোর্ট
মেয়েকে ধর্ষণের বিচারের দাবিতে মায়ের অনশন।গাজীপুরের শ্রীপুরে কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন কিশোরীর মা।
রবিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা প্রশাসনের প্রধান ফটকে ফেস্টুন লিখে ওই মা তার কিশোরী মেয়েকে ধর্ষণের বিচারের দাবিতে অনশন শুরু করেন।
গত ১১ অক্টোবর উপজেলার মাওনা ইউনিয়নের জয়নাতলী গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবিবার (৮ নভেম্বর) বিকালে শ্রীপুর থানায় ধর্ষণের অভিযোগে নির্যাতিত কিশোরীর মা মামলাটি দায়ের করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ভুক্তভোগী ওই কিশোরীর মায়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। পুলিশ আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
অভিযুক্তরা হলো-একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রফিকুল ইসলাম (৫০), মানিক মিয়ার ছেলে আশু এবং আশুর ছেলে জোবাইল।
মামলার বিবরণে জানা যায়, গত ১০ অক্টোবর ওই কিশোরীর মা ব্যক্তিগত কাজে ঢাকা যান। ওই দিন তিনি ঢাকা থেকে ফিরতে পারেননি।
এ সুযোগে পরদিন ১১ অক্টোবর সকাল ৬টায় পাশের বাড়ির অভিযুক্ত রফিকুল ইসলাম, আশু এবং জোবাইল তার কিশোরী মেয়েকে রফিকুল ইসলামের বসতবাড়ির পশ্চিম ভিটার দক্ষিণ পাশের ঘরে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নির্যাতন এবং ধর্ষণের চেষ্টা করে।
কিশোরী ডাক চিৎকার করলে এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে বের করে দেয়। ওই দিন সন্ধ্যা ৭টায় আবার একই কায়দায় কিশোরীকে জোরপূর্বক একই ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে কিশোরী ডাক চিৎকার করলে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে কারও কাছে কিছু বললে তাকে খুন করার হুমকি দেয়। পরে কিশোরী তার এক আত্মীয়কে বিস্তারিত খুলে বলে।
রবিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় ফেস্টুন লিখে শ্রীপুর উপজেলা প্রশাসনের প্রধান ফটকের সামনে মেয়ের নির্য়াতনের বিচার দাবিতে অনশন শুরু করেন তিনি। খবর পেয়ে পুলিশ নির্যাতিতা কিশোরীর মাকে থানায় এনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে।
Discussion about this post