বিডিলনিউজ: সোশ্যাল মিডিয়ায় দেয়া কোন মন্তব্য বা লেখা সংর্শ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রকাশ করার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বা ব্লগে কারো মন্তব্য বা লেখা গণমাধ্যমে প্রকাশ করা হলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোন লেখা বা মন্তব্য প্রকাশ করা হলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেইসবুক ও ব্লগে ইসলাম নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ফেইসবুকে জামায়াত-শিবিরপন্থীদের পেইজ হিসাবে পরিচিত ‘বাঁশের কেল্লা’ এবং নিহত রাজীব হায়দারের ছদ্ম নামে ‘প্রচার করা’ ‘নূরানী চাপা সমগ্র’ ব্লগটি বন্ধ করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশনা দিয়েছে কমিটি। বৈঠক শেষে কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার এ তথ্য জানান। বাঁশের কেল্লা ও নূরানী চাপা বন্ধ করার নির্দেশনার বিষয়ে তিনি বলেন, এগুলো থেকে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হচ্ছে। তাই বন্ধ করার জন্য বিটিআরসিকে নির্দেশনা দেয়া হয়েছে।
Discussion about this post