বগুড়া প্রতিনিধিঃ মোঃ চাঁন মিয়া মন্ডল
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সেলিম রেজা, সম্পাদক গনেশ দাসসাংবাদিক ইউনিয়ন বগুড়ার সেলিম রেজা, সম্পাদক গনেশ দাস সাংবাদিক ইউনিয়ন বগুড়ার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মীর্জা সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক পদে গনেশ দাস নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে সেলিম রেজা পেয়েছেন ৫৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ ফজলে রাব্বী পেয়েছেন ৪০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে গনেশ দাস ৬৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মমিনুর রশিদ পেয়েছেন ২৯ ভোট।
গনেশ দাস মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কম-এ বগুড়া জেলা স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।নির্বাচনে আরো যারা বিজয়ী হয়েছেন- সহসভাপতি আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, কোষাধ্যক্ষ আজিজুল হাকিম রুমন, সদস্য এসএম আবু সাঈদ ও আতাউর রহমান মিলন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বগুড়া টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে সংগঠনের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে মীর্জা সেলিম রেজা দৈনিক মুক্তবার্তা) ৫৫ ভোট পেয়ে পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ ফজলে রাব্বী ডলার (দৈনিক বগুড়া) পেয়েছেন ৪১ ভোট।
সাধারন সম্পাদক পদে ৬৬ ভোট পেয়ে পূণরায় নির্বাচিত হয়েছেন গনেশ দাস (বার্তা-২৪), নিকটতম প্রতিদ্বন্দ্বী মমিনুর রশিদ শাইন (দৈনিক বগুড়া) পেয়েছেন ২৯ ভোট। অন্যান্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আব্দুর রহিম দৈনিক খোলা কাগজ) ৩৬ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ (দৈনিক সাতমাথা) ৩৭ ভোট, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল (দি ইনডিপেনডেন্ট) ৫৯ ভোট, কোষাধ্যক্ষ আজিজুল হাকিম রুমন (এটিএন বাংলা) ৩৯ ভোট, দপ্তর সম্পাদক ফেরদৌসুর রহমান
(দৈনিক আলোকিত বাংলাদেশ) ৫৩ ভোট এবং কার্যনির্বাহী সদস্য এস এম আবু সাঈদ (দীপ্ত টিভি) ৫৪ ভোট ও আতাউর রহমান মিলন (দৈনিক দূরন্ত সংবাদ) ৩৬ ভোট। মোট ৯৯ ভোটারের মধ্যে ৯৮জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদীর নেতৃত্বে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।
Discussion about this post