বগুড়া প্রতিনিধিঃ মোঃ চাঁন মিয়া মন্ডল
আজ ১৫/০২/২০২১ ইং রোজ সোমবার বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস মুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী চলমান করোনা ভ্যাকসিন কর্যক্রমে বগুড়ায় অন-লাইনে সরকারী কর্মকর্তার পাশাপাশি চলছে ৪০ বছরের উর্ধে যে কোন মানুষ এই কার্যক্রমে অংশগ্রহন করতে বগুড়ার হাসপাতালে ভীড় লক্ষ করা যাচ্ছে।
ভ্যাকসিন দিতে দীর্ঘ লাইনে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে তিনটি বুথে চলছে এই টিকা কার্যক্রম।
বিডি”ল”নিউজ এর বগুড়ার প্রতিনিধি মোঃ চাঁন মিয়া মন্ডল এলএল,বি নিজেই ১১ ফেব্রুয়ারীতে অন-লাইনে রেজিস্ট্রেশন করিলে আজ ১৫ তারিখে ১ম ড্রোজ ভ্যাকসিন দেওয়ার জন্য মোবাইলে ম্যাসেজ এসেছে সেই অনুযায়ী সে মোহাম্মাদাআলী হাসপাতালে ২ নং বুথে দীর্ঘ ২ ঘন্টা লাইনে অপেক্ষার শেষে টিকা দিয়েছেন। সে টিকা নেওয়ার পর বর্তমানে কোন অসুবিধা বোধ করছেননা
তাকে আজ ১ম ড্রোজ দেওয়ার পর আগামী ১৬ মার্চে ২য় ড্রোজ টিকা দেওয়ার জন্য টিকার কার্ডে উল্লেখ করেছন।এই নিয়ে বগুড়ায় করোনা ভ্যাকসিন কেন্দ্রে বুথ গুলোতে ডাক্তার নার্স ও স্বেচ্ছাসেবক সেবিকারা খুব ব্যস্ত সময় পার করছেন।
Discussion about this post