বগুড়া প্রতিনিধি: চাঁনমিয়া মন্ডল
বগুড়ায় চারমাথায় মোটর মালিক গ্রুপের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মশিউল আলমের দায়েরকৃত চাঁদাবাজি, মারপিট ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলার পৌর কাউন্সিলর আমিনুলের শ্যালক দীপ্তসহ ১৪ জন আসামীজামিন আবেদন না মঞ্জুর।
আজ বুধবার বিকেলে জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে আসামী ও রাষ্ট্র পক্ষের শুনানী শেষে সকল আসামীর জামিন আবেদন না মঞ্জুর করেন ।
আদালতের বিচারক ছিলেন আসমা মাহমুদ।আদালতের নির্দেশে বুধবার বিকেলে আসামীদের জেল হাজতে পাঠিয়ে দেয় কোর্ট পুলিশ।
উল্লেখ্য, এই মামলার প্রধান আসামী নব নির্বাচিত বগুড়া পৌরসভার কাউন্সিলর আমিনুর ইসলাম মহামান্য হাইকোর্ট থেকে ভুয়া জামিন বগুড়া সদর থানায় দাখিল করলে পরে সেটি ধরা পড়ে।
আসামী আমিনুল সহ ১৭ জন আসামী এখনও পলাতক আছেন। আসামীপক্ষে জামিন শুনানী করেন সিনিয়র অ্যাড. আব্দুল মোন্নাফ এবং রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা করেন সিএসআই প্রদ্যুৎ কুমার।
Discussion about this post