বগুড়া প্রতিনিধিঃ-
সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় রুবেল হক (২৭) কে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদন্ড ঘোষনা করেন বগুড়া জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক নরেশ চন্দ্র সরকার।বৃহস্পতিবার (২২ অক্টোবর) ২০২০ ইং প্রকাশ্য আদালতে এই রায় ঘোষণা করা হয়।
আসামী বগুড়া শহবের ঠনঠনিয়া শাহ্ পাড়া নিবাসী আয়নাল হক এর ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের বিজ্ঞ সিনিয়র আইনজীবী যথাক্রমে মোঃ আব্দুল মতিন ( পিপি ), ও এ,কে, এম সাইফুল ইসলাম ( সাবেক পিপি)দ্বয়ের নিকট হতে প্রাপ্ত বিবরনের তথ্য মতে জানা যায় যে,”আসামী রুবেল ভিকটিম পিংকীর সাথে তালাকের পরেও মোবাইলে প্রায় কথা বলতো এবং ঘটনার তারিখে ২০১৮ সালে ১ জানুয়ারিতে বিকাল ৫ ঘটিকার সময় আসামী রুবেল ভিকটিম পিংকী বাসায় একাই থাকার সুযোগে তাকে গলা কেটে হত্যা করে।
ভিকটিমের পিতা বগুড়া সদর থানায় এজাহার দায়ের করলে আসামীকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়।পরে রুবেল তার সাবেক স্ত্রী পিংকী আক্তারকে গলা কেটে হতায়ার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেট এর নিকট ফৌঃকাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মতে জবানবন্ধী প্রদান করেণ।তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২ জুন ২০১৮ ইং তারিখে আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেণ। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত বৃহস্পতিবার উপর্যুক্ত দণ্ড প্রদান করেণ।
মোঃ চাঁন মিয়া মন্ডল, বগুড়া প্রতিনিধি।
Discussion about this post