বগুড়া প্রতিনিধিঃ মোঃ চাঁন মিয়া মন্ডল
আসন্ন বগুড়া পৌর নির্বাচনে ১০,১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বর্তমান মহিলা কাউন্সিলর শাশুড়ীর বিরুদ্ধে প্রতিদন্ধিতার লড়াইয়ে নেমেছেন তার আপন ছেলের বউ মোসাঃ রেবেকা সুলতানা লিমা।
পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর বর্তমানে শারীরীক ভাবে অসুস্হতার কারনে পারিবারিক ভাবে এইবার আর নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ছিল শাশুড়ী মোছাঃ খোদেজা বেগমের কিন্তু নির্বাচনের দিন ঘনিয়ে আসায় শেষ পর্যন্ত ছেলের বউ রিমা আক্তার মনোনয়নপএ জমা দেওয়ায় বগুড়ায় হৈ চৈ পড়ে গেছে সাধারন ভোটাদের মধ্যে।
অএ এলাকার ভোটাররা প্রকাশ্যে বউ এর পক্ষে প্রচার প্রচারনায় নামলেও শাশুড়ীর পক্ষে এখন পর্যন্ত কোন প্রচার প্রচারনায় কেউ অংশগ্রহন করেন নাই বলে জানা গেছে।এখন পর্যন্ত প্রাপ্ত সংবাদ এর ভিত্তিতে বউ শাশুড়ী কেহ কাউকে ছাড় দিচ্ছেন না। এলাকার বেশিভাব মানুষ বউ এর পক্ষে ভোট প্রার্থনা করছেন বলে জানা গেছে।
Discussion about this post