২১ অক্টোবর) দুপুর ৩ ঘটিকায় গওহর আলী বার ভবনের ২য় তলায় বগুড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কর্তৃক বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের সন্মানিত পিপি বিজ্ঞ সিনিয়র আইনজীবী এ্যাডঃ মোঃ আব্দুল মতিন এর সভাপত্বিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভানেএী সাবেক মন্ত্রী বিজ্ঞ সিনিয়র আইনজীবী সাহারা খাতুন (এম,পি) ; বাংলাদেশের সাবেক অ্যাটর্নী জেনারেল ও বার কাউন্সিলের সাবেক সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী এ্যাডঃ মাহবুবে আলমের মৃত্যুতে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় তাদের কর্মময় জীবনের উপর আলোচনায় বিভিন্ন অবদানের কথা স্মরণ করা হয় এবং বিদেয়ী আত্মার মাগফেরাত কমনা করে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। একইসাথে,আগামীতে আসন্ন নির্বাচনে নিজেদের প্যানেলকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত শোক ও স্মরণ সভায় বক্তব্য রাখেন বার সমিতির নির্বাচিত সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী এ্যাডঃ গোলাম ফারুক, এ্যাডঃ গোলাম রব্বানী খান রোমান, স্পেশাল পিপি বিজ্ঞ সিনিয়র আইনজীবীদ্বয় এ্যাডঃ আমান উল্যা আমান,, এ্যাডঃ নরেশ চন্দ্র মুখার্জী,,এ্যাডঃ আশেকুর রহমান সুজন,, সাবেক ছাএনেতা এ্যাডঃ জাকির হোসেন নবাব, অতিঃ পিপিদ্বয় এ্যাডঃ শাহ মোঃ ওয়ালেদ,,এ্যাড খোদা বক্স , এ্যাডঃ কাজী রবিউল সহ প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন- বিজ্ঞ আইনজীবীগণ এ্যাডঃ মোঃ জিন্নাতুল ইসলাম রোকন (এপিপি), এ্যাডঃ আক্কাস আলী মন্ডল এপিপি, এ্যাডঃ দেবাশিস রায় এপিপি, এ্যাডঃ তানজীম এপিপি,, রীতাশ চন্দ্র সরকার এপিপি,, সাবেক ছাএনেতা এ্যাডঃ গৌতম ভৌমিক,, এ্যাডঃ সৈয়দ শাহ্ রিয়ার জামান,,এ্যাডঃ শফিকুল ইসলাম সফিক,,এ্যাডঃ মকবুল হোসেন মাসুদ প্রমূখ।
উক্ত শোক ও স্মরণ সভা পরিচালনায় ছিলেন বিজ্ঞ আইনজীবী এ্যাডঃ আনোয়ার হোসেন পায়েল অতিঃ পিপি ।
মোঃ চান মিয়া মণ্ডল, বগুড়া জেলা প্রতিনিধি।
Discussion about this post