ডেস্ক রিপোর্ট
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি । বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা।রোববার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে এ কর্মসূচি পালন করেছেন শতাধিক আইনজীবী। এর পর তারা বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দীন আহমেদ মেহেদি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম আবদুর রাফেল।আগে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহেড়ীর পক্ষে করা এই রিটে আইনজীবী হচ্ছেন অ্যাডভোকেট এবিএম শাহজাহান আকন্দ মাসুম।
অন্যদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এবং ভাস্কর্য রক্ষায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে।গত শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের আঁধারে কুষ্টিয়া শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ওই ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
Discussion about this post