বিডিলনিউজ: বঙ্গবন্ধু সেতু দিয়ে ধারণক্ষমতার বেশি পণ্যবোঝাই ভারী যানবাহন চলাচল বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সেতুর দুই পাশে থাকা সকল অবৈধ দোকান ও স্থাপনা ভাঙার নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেতু বিভাগের প্রধান প্রকৌশলী এবং টাঙ্গাইল ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সাতদিনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি জানুয়ারি থেকে এ পর্যন্ত এ সেতুর দিয়ে কি পরিমান যান চলাচল করেছে এবং টোল আদায়ে কম্পিউটার ভিত্তিক প্রতিবেদন ৭দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া সেতু পারাপারের আগেই তথাকথিত পার্কিং এলাকায় অবস্থানের জন্য ফি আদায় করার বিষয়ে টোল আদায়কারী প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজ ও ইউনাইটেড ডেভেলপমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এসব আদেশের পাশাপাশি আদালত একটি রুলও জারি করেছেন।
Discussion about this post