বিডিলনিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ‘রাজাকার’ বলায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের নামে মানহানি মামলা করেছেন এক মুক্তিযোদ্ধা। রুহুল আমিন মজুমদার নামের ওই মুক্তিযোদ্ধার মামলায় কাদের সিদ্দিকীকে আদালতে তলব করা হয়েছে। আজ শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান আগামী ১৮ এপ্রিল কাদের সিদ্দিকীকে আদালতে হাজির হতে বলেছেন। এর আগে সকালে ধানমন্ডির ৭/৮-এ ফ্রি স্কুল স্ট্রিট হাতির পুলের বাসিন্দা মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেন ।
গত ৯ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক-শ্রমিক-জনতা লীগের এক সভায় কাদের সিদ্দিকী বলেন, “রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়।” যা পরদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে মুক্তিযোদ্ধা হিসেবে তারও মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন রুহুল আমিন মজুমদার।
Discussion about this post