বিডিলনিউজঃ বাংলাদেশ ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে ইঙ্গিত দিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। তিনি বলেন, আমরা তৃতীয় কোন দেশের গণতন্ত্র নিয়ে আলোচনা করি না । তবে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি আছে তাতে অবশ্যই কিছু পার্থক্য আছে। তবে বাংলাদেশকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মতপার্থক্য দূর করার জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করা হচ্ছে। আজ সোমবার ভারতের দৈনিক দ্য হিন্দুকে তিনি এসব কথা বলেন।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রধানত আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বেড়েছে। বিরোধীদল ও তাদের শরিকরা এ নির্বাচন বর্জন করেছে। এর বাইরে জামায়াতে ইসলামী নেতাদের বিচারের মুখোমুখি করা এবং এক নেতাকে ফাঁসি দেয়ায় সহিংস বিক্ষোভের ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া চান অতীতের নির্বাচনের মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
খুরশিদ বলেন, বাংলাদেশের পরিস্থিতি স্পষ্টত অনিশ্চয়তায় ঘেরা এবং সংবেদনশীল। কেননা বিরোধী দল এবং সরকার সমঝোতায় আসতে সক্ষম হয়নি। এটা ভারতের জন্য উদ্বেগের বিষয় হলেও আমরা কোন বন্ধু রাষ্ট্রের নির্বাচনে কি হচ্ছে সে বিষয়ে কোন নির্দিষ্ট পক্ষকে সমর্থন করি না। গণতন্ত্র উন্নতির লক্ষ্যে অন্তত এতটুকু দায়িত্বশীলতা ও অঙ্গীকার থাকা প্রয়োজন যে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করে দেয়ার মতো কোন সহিংসতার সুযোগ দেয়া হবে না।
Discussion about this post