বিডিলনিউজ: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে রুল জারি কারেছে আদালত। একইসঙ্গে একজন জিএমের বিরুদ্ধে এ রুল জারি করা হয়েছে। কেন আদালত অবমাননার অভিযোগে মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মো. আশরাফুল কামালের বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং মহাব্যবস্থাপককে (ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ) দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
Discussion about this post