নিজস্ব প্রতিবেদক:-
করোনাভাইরাস এর প্রাদুর্ভাবজনিত উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ০১/০৭/২০২১ ইং হইতে ০৭/০৭/২০২১ ইং তারিখ পর্যন্ত সীমিত পরিসরে পরিচালিত হবে।
রীট ও দেওয়ানী , ফৌজদারী এবং কোম্পানী ও অ্যাডমিরালটি সংক্রান্তে একটি করে মোট তিনটি বেঞ্চ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অতীব ও জরুরী বিষয়ে শুনানী করবেন। হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিজ নিজ বাসগৃহ হতে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানীতে সংযুক্ত হবেন।
করোনাভাইরাস এর প্রাদুর্ভাবজনিত উদ্ভুত পরিস্থিতির কারণে উক্ত সময়ে বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের না আশার জন্য অনুরোধ করা হয়েছে ।
করোনা নিয়ন্ত্রণে আসন্ন লকডাউনের মাঝে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।বুধবার (৩০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনা অনুসারে এসব বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনের মাঝে হাইকোর্ট বিভাগে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে রিট বেঞ্চ, বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে ফৌজদারি মামলার শুনানি এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বে কোম্পানি আইন সংক্রান্ত মামলার ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হবে। আর আপিল বিভাগের একটি বেঞ্চে সপ্তাহের মঙ্গলবার ও বুধবার বিচারকার্য ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়। মামলা জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের মাঝে এরূপ এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন।
Discussion about this post