অফিস ডেস্ক :-
এই প্রথম বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসােসিয়েশনে দিনব্যাপী সংবিধান কর্মশালা । সহজ কিছু কৌশলে সম্পূর্ণ সংবিধান মনে রাখার অব্যর্থ উপায় ।দিনব্যাপী সংবিধান কর্মশালার তারিখ : ৫ই ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার সকাল ১০:০০ থেকে বিকাল ৪:০০টা স্থান : ২নং হল রুম, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসােসিয়েশন।
কর্মশালার বৈশিষ্ট্য সংবিধানের যাবতীয় বিষয়-আশয়ের উপর টানা ৬ ঘন্টার কঠোর প্রশিক্ষণ কর্মশালা শেষে মনে হবে পুরাে সংবিধান আপনার নখদর্পনে কর্মশালা উদ্বোধক ব্যারিস্টার মােঃ রুহুল কুদুস (কাজল) সম্পাদক, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসােসিয়েশন।
প্রশিক্ষক
ব্যারিস্টার আব্দুল হালিম
অ্যাডভােকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী
অ্যাডভােকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ব্যারিস্টার অনীক আর হক
অ্যাডভােকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ড. খন্দকার মােঃ মুশফিকুল হুদা
অ্যাডভােকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
কর্মশালা পরিচালক
আরিফ খান। অ্যাডভােকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও সম্পাদক, মাসিক লিগ্যালইস্যু
আয়ােজক
স্কুল অফ লিগ্যাল ট্রেইনিং সল্ট] [SCHOOL OF LEGAL TRAINING – SOLT]

Discussion about this post