
বিডি ল নিউজঃ ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার এই ল্যাপটপটি অ্যান্টিগ্লেয়ার হওয়ায় আলোর প্রতিফলন হয় না। ডেলের নতুন এই মডেলটিতে আরও আছে ওয়াইড স্ক্রিন এইচডি ক্যামেরা, স্পিকার, সাবওফার, ডিভিডি রাইটার, ব্লু-টুথ ৪.০ (ওয়াইডাই), ইউএসবি ৩ পোর্ট ও এইচডিএমআই পোর্ট।
গেমারদের জন্য দূর্দান্ত গতির নতুন গেমিং ল্যাপপট বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডেল ইন্সপায়রন সিরিজের ৭৪৪৭ মডেলের এই ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআরথ্রি গ্রাফিক্স সমন্বিত এনভিডিয়া জি ফোর্স জিটিএক্স ৮৫০এম গ্রাফিক্স, ৩.৫ গিগাহার্জ গতির ইন্টেলের চতুর্থ প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৬০০ মেগাহার্ডজ গতির ৮জিবি ডিডিআরথ্রি ৠাম।
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ৭৬ হাজার ৫০০ টাকা। সঙ্গে বাড়তি পাওয়া যাবে একটি ক্যারি কেস।
Discussion about this post