করোনা ভাইরাস (Covid-19) এর কারণে দীর্ঘদিন ধরে সকল অফিস আদালত বন্ধ থাকায় চলতি বছরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অবকাশকালীন সকল ছুটি সমূহ বাতিল করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বুধবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে প্রধান বিচারপতির আদেশে গত ১৮ আগস্ট এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ৬ আগস্ট অনুষ্ঠিত সকল বিচারপতিদের অংশগ্রহণে কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ সালের বর্ষপঞ্জির ৬ আগস্টের পরবর্তী অবকাশকালীন সকল ছুটি বাতিল করা হলো।
২০২০ সালের সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার অনুযায়ী ৬ আগস্টের পর ৩১ আগস্ট থেকে ৫ অক্টোবর,২৫ ও ২৭ অক্টোবর এবং ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি চলমান ছিল।
করোনা পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এরই সঙ্গে মিল রেখে আদলতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়ে ।এর পরে দফায় দফায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়।
এদিকে গত ৫ আগস্ট থেকে দেশের অধস্ত আদালতসমূহে এবং ভার্চুয়াল আদালতের পাশাপাশি গত ১২ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে দীর্ঘ চার মাস পরে শারীরিক উপস্থিতিতে হাইকোর্টের বিচার কাজ শুরু হয় ।
Discussion about this post