বিডি ল নিউজঃ জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন পেসার আল-আমিন হোসেন। এছাড়া সিরিজের প্রথম দুটি ম্যাচ জয়ী দলের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম দুই ওয়ানডেতেই খেলেছেন আল-আমিন। প্রথমটিতে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ওয়ানডেতে আট ওভারে ৪৪ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন ডান-হাতি এই পেসার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ানডেটি হবে আগামী বুধবার বেলা ১২.৩০ টায়।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন ও শফিউল ইসলাম।
Discussion about this post