বার কাউন্সিলের নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র প্রত্যাহারের পর প্রার্থীর চুড়ান্ত তালিকা
আগামী ২৫ মে, ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য বার কাউন্সিলের সদস্য নির্বাচনের জন্য প্রাপ্ত প্রস্তাব সমূহ বাছাই অন্তে বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস এর বিধি নং ৯(২) অনুযায়ী গত ১৩ই এপ্রিল, ২০২২ তারিখে। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের পর অদ্য ২০ এপ্রিল, ২০২২ অপরাহ্ন ৪ঃ০০ ঘটিকা পর্যন্ত যে সকল প্রার্থী তাহাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন দাখিল করেন তাহাদের প্রার্থীতা প্রত্যাহার হিসাবে গণ্য করা হইল।
সাধারণ আসনে সর্বমােট ৪১জন, গ্রুপ “এ” আসনে ৪জন, গ্রুপ “বি” আসনে ৩জন, গ্রুপ “সি” আসনে ৪জন, গ্রুপ “ডি” আসনে ২জন, গ্রুপ “ই” আসনে ৪জন গ্রুপ “এফ” আসনে ৪জন, গ্রুপ “জি” আসনে ৩জন প্রার্থীর তালিকা গত ১৩ই এপ্রিল, ২০২২ তারিখ প্রকাশ করা হয়।
সাধারণ আসনে চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য জনাব আবু মােহাম্মদ হাশেম (১৩ই এপ্রিল, ২০২২ তারিখে প্রকাশিত বৈধ প্রার্থী তালিকায় ক্রমিক নং-২), সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্য জনাব আবুল খায়ের (১৩ই এপ্রিল, ২০২২ তারিখে প্রকাশিত বৈধ প্রার্থী তালিকায় ক্রমিক নং-৩), সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্য জনাব এ.বি.এম রফিকুল হক তালুকদার (১৩ই এপ্রিল, ২০২২ তারিখে প্রকাশিত বৈধ প্রার্থী তালিকায় ক্রমিক নং-১০), ঢাকা আইনজীবী সমিতির সদস্য জনাব নাহিদ সুলতানা (১৩ই এপ্রিল, ২০২২ তারিখে প্রকাশিত বৈধ প্রার্থী তালিকায় ক্রমিক নং১৭), সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্য জনাব ফরহাদ আহম্মেদ (১৩ই এপ্রিল, ২০২২ তারিখে প্রকাশিত বৈধ প্রার্থী তালিকায় ক্রমিক নং১৮), সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্য জনাব মােঃ লাইকুজ্জামান (১৩ই এপ্রিল, ২০২২ তারিখে প্রকাশিত বৈধ প্রার্থী তালিকায় ক্রমিক নং৩৪) প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করায় তাহাদের নাম তালিকা হইতে বাদ দেওয়া হইল।
গ্রুপ- “সি” আসনে সর্বমােট ৪ জন প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য জনাব জনাব মনিরুল আলম চৌধুরী (১৩ই এপ্রিল, ২০২২ তারিখে প্রকাশিত বৈধ প্রার্থী তালিকায় ক্রমিক নং-৪) প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করায় তাহার নাম তালিকা হইতে বাদ দেওয়া হইল।
সুতারাং গত ১৩ই এপ্রিল, ২০২২ তারিখে প্রকাশিত বৈধ প্রার্থী তালিকা হইতে প্রার্থীতা প্রত্যাহারকারীগণের নাম কর্তন পূর্বক চুড়ান্ত প্রার্থীগণের তালিকা নিম্নে দেওয়া হইলঃ
সাধারণ আসনের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর
১. জনাব আজমেরী মােশারফ সুমী = ঢাকা আইনজীবী সমিতি
২.জনাব আব্দুর রউফ খান = ঢাকা আইনজীবী সমিতি
৩.জনাব আবদুল জামিল মােহাম্মদ আলী = সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি
৪.জনাব আবদুল মােমেন চৌধুরী = চট্টগ্রাম আইনজীবী সমিতি
৫.জনাব আবদুল্লাহ-আল-মামুন = সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি
৬.জনাব এ.এম, মাহবুব উদ্দিন খােকন = সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি
৭.জনাব এ.বি.এম ওয়ালিউর রহমান খান = সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি
৮.জনাব কাওসার আহমেদ হালিম = সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি
৯.জনাব কে, এম, জাবির = সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি
১০. জনাব গৌরাঙ্গ চন্দ্র কর = ঢাকা আইনজীবী সমিতি
১১. জনাব জয়নুল আবেদীন = সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি
১২. জনাব ডঃ মােঃ হায়দার আলী = ঢাকা আইনজীবী সমিতি
১৩. জনাব দেবদাশ সরকার = ঢাকা আইনজীবী সমিতি
১৪. জনাব ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া =
১৫.জনাব মিলন কুমার ভণ্ড = ঢাকা মেট্রোঃ আইনজীবী সমিতি
১৬. জনাব মুহাম্মদ আবদুল আউয়াল = ঢাকা আইনজীবী সমিতি
১৭.জনাব মােহাম্মদ মোখলেসুর রহমান = ঢাকা আইনজীবী সমিতি
১৮.জনাব মােহাম্মদ সাঈদ আহমেদ = ঢাকা আইনজীবী সমিতি
১৯.জনাব মােঃ আবদুল মতিন = ঢাকা আইনজীবী সমিতি
২০. জনাব মােঃ ইউনুস আলী আকন্দ = সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি
২১.জনাব মােঃ একরামুল হক = ঢাকা আইনজীবী সমিতি
২২. জনাব মােঃ কামরুল ইসলাম = ঢাকা আইনজীবী সমিতি
২৩.জনাব মােঃ জসিম উদ্দীন সরকার = ঢাকা আইনজীবী সমিতি
২৪. জনাব মােঃ নজরুল ইসলাম খান = ঢাকা আইনজীবী সমিতি
২৫. জনাব মােঃ মিজানুর রহমান = ঢাকা আইনজীবী সমিতি
২৬.জনাব মোঃ মােস্তফা জামাল ভূঞা = ঢাকা আইনজীবী সমিতি
২৭. জনাব মােঃ রবিউল আলম = ঢাকা আইনজীবী সমিতি
২৮.জনাব মােঃ রহুল কুদ্দুস = ঢাকা আইনজীবী সমিতি
২৯. জনাব মােঃ শফিকুল ইসলাম = ঢাকা আইনজীবী সমিতি
৩০. জনাব শাহ জিকরুল আহমেদ = সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি
৩১. জনাব শাহ মােঃ খসরুজ্জামান = সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি
৩২.জনাব শেখ মােহাম্মদ আখতারুজ্জামান = ঢাকা আইনজীবী সমিতি
৩৩. জনাব সুলতান আহমেদ খান = ঢাকা আইনজীবী সমিতি
৩৪. জনাব সৈয়দ রেজাউর রহমান = ঢাকা আইনজীবী সমিতি
৩৫. জনাব স্বপন কুমার আইচ = ঢাকা আইনজীবী সমিতি
গ্রুপ ‘এ’ আসনের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর
১.জনাব আবদুল বাতেন = আইনজীবী সমিতির নাম
২. জনাব এস, এম, মিজান = আইনজীবী সমিতির নাম
৩.জনাব মােঃ মহসীন মিয়া = সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি
৪. জনাব মােঃ শহিদ উল্যাহ = আইনজীবী সমিতির নাম
গ্রুপ ‘বি’ আসনের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর
১.জনাব আবদুল বাকী = টাঙ্গাইল আইনজীবী সমিতি
২.জনাব বিশজিৎ কুমার গাঙ্গুলী = ফরিদপুর আইনজীবী সমিতি
৩.জনাব মােঃ জালাল উদ্দিন খান = ময়মনসিংহ আইনজীবী সমিতি
গ্রুপ ‘সি’ আসনের প্রার্থীর নাম ব্যালট নম্বর
১. জনাব আবুল হাসনাত মােহাম্মদ জাহিদ হােসেন =চট্টগ্রাম আইনজীবী সমিতি
২.জনাব এ,এস,এম বদরুল আনােয়ার =চট্টগ্রাম আইনজীবী সমিতি
৩.জনাব মােহাঃ মুজিবুল হক = চট্টগ্রাম আইনজীবী সমিতি
গ্রুপ ‘ডি’ আসনের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর
১. জনাব এ. এফ. মােঃ রুহুল আনাম চৌধুরী = সিলেট আইনজীবী সমিতি
২. জনাব এ.টি.এম, ফয়েজ উদ্দীন = সিলেট আইনজীবী সমিতি
গ্রুপ ‘ই’ আসনের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর
১. জনাব আনিছ উদ্দীন আহমেদ = বরিশাল আইনজীবী সমিতি
২. জনাব এস.এম আবু বকর =বরিশাল আইনজীবী সমিতি
৩. জনাব কাজী এনায়েত হােসেন = বরিশাল আইনজীবী সমিতি
৪. জনাব মােঃ সাইফুল আলম = বরিশাল আইনজীবী সমিতি
গ্রুপ ‘এফ’ আসনের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর
১.জনাব মােঃ আকরামুল ইসলাম (আকরাম) = চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি
২.জনাব মােঃ ইকরামুল হক = রাজশাহী আইনজীবী সমিতি
৩. জনাব মােঃ ইনতাজুল হক বাবু = রাজশাহী আইনজীবী সমিতি
৪.জনাব মােঃ মইনুল আহসান = রাজশাহী আইনজীবী সমিতি
গ্রুপ ‘জি’ আসনের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর
১.জনাব মােঃ আব্দুর রহমান = সিরাজগঞ্জ আইনজীবী সমিতি
২. জনাব মােঃ আবদুল হাকিম = দিনাজপুর আইনজীবী সমিতি
৩.জনাব মােঃ শফিকুল ইসলাম = বগুড়া আইনজীবী সমিতি
ব্যালট নম্বর এ প্রার্থীর নামের (বাংলা বর্ণমালা অনুসারে) সিরিয়ালে কোন ভুল থাকিলে তাহা লিখিত ভাবে আগামী ২১-০৪-২০২২ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকার মধ্যে বার কাউন্সিল সচিব বরাবর জানাইতে হইবে। উক্ত তারিখ ও সময়ের পর কোন প্রকার আপত্তি গৃহীত হইবে না।
(আবু মােহাম্মদ আমিন উদ্দিন) চেয়ারম্যান বাংলাদেশ বার কাউন্সিল। এটর্নী জেনারেল বাংলাদেশ।
Discussion about this post