নিজস্ব প্রতিবেদক
বার কাউন্সিল লিখিত পরীক্ষার অরাজকতার ঘটনায় দায়েরকৃত মামলায় ২৪ জনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। আজ রবিবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ১ দিনের রিমান্ড আদেশ দেন।
জানা গেছে গত শনিবার বার কাউন্সিল লিখিত পরীক্ষার অরাজকতার ঘটনায় নিউমার্কেট থানা, মোহাম্মদপুর থানা ও সূত্রাপুর থানায় দায়ের করা পৃধক ৩ টি মামলায় গ্রেফতারকৃত ৩৭ জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান পুলিশ। এ সময় আসামী পক্ষের আইনজীবী জামিন প্রার্থনা করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে ২৪ জনের ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য যে, গত শনিবার ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা রাজধানীর মোহাম্মদপুর সরকারী স্কুল এন্ড কলেজ , মহানগর মহিলা কলেজ, বিসি এ আই আর হাইস্কুল ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে পরীক্ষা শুরু হওয়ার আনুমানিক আধা ঘন্টা পরে ১০ শতাংশ পরীক্ষার্থীও পাস করবে না- এমন অভিযোগ তুলে জয় বাংলা শ্লোগান তুলে শিক্ষার্থীরা একযোগে বেরিয়ে আসেন।
এসময় পুলিশ বাধা দিলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা উক্ত পরীক্ষা হলে ব্যাপক ভাংচুর করে। পরে পুলিশ সরকারী কাজে বাধা দেবার অভিযোগে ৩০ শিক্ষার্থীকে আটক করেন ।
এ ব্যাপারে বার কাউসিলের সহ সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, কয়েকটি কেন্দ্রে অঘটনের ঘটনা ঘটেছে বলে শুনেছি, আমরা দুই এক দিনের মধ্যে এনরোলমেন্ট কমিটির সাথে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
Discussion about this post