বিডি ল নিউজঃ ঈদ-উল-ফিতরের পর বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি পালন করার যে ঘোষণা দেওয়া হয়েছে তা নিয়ে ক্ষমতাসীন দল চিন্তিত নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির হুমকিতে আওয়ামী লীগ বিচলিত নয়। ৫ জানুয়ারি নির্বাচনে না এসে নেতাকর্মীদের ভয় দূর করতে আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদের হুমকি কাগুজে বাঘের ‘হুঙ্কার’ ছাড়া আর কোন কিছুই না।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, বৈধভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে দেশী বিদেশী অপশক্তি ষড়যন্ত্র করছে। এজন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ ভালোভাবে এগিয়ে চলেছে। বিএনপি জামায়াত চায়না দেশ সুন্দরভাবে চলুক। এজন্য তারা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। কাউন্সিলের মাধ্যমে দল আরো শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যার ষড়যন্ত্র চলছে। যার কিছু তথ্য গোয়েন্দা সংস্থার কাছেও এসেছে বলে জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের সঙ্গে নেই। এ জন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন।
খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্র চলছে বলে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দেয়া বক্তব্যে প্রসঙ্গ হানিফ বলেন, নতুন করে তো কারো বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাহলে হঠাৎ করে তিনি এমন কথা কেন বলছেন। এটা কোনো সাদা কথা নয়। নিশ্চয় এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে অনুকম্পা নেয়ার জন্যই বিএনপি এমন কথা বলছে।
জেলা আওয়ামীলীগের সভাপতি রমেশ চন্দ্র সেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আ’লীগের সভাপতি মন্ডলের সদস্য সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, অ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উবায়দুল মোক্তাদির এমপি, দবিরুল ইসলাম এমপি, সেলিনা জাহান লিটা এমপি, সাবেক এমপি ইমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী প্রমুখ বক্তব্য রাখেন।
Discussion about this post