বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।এ বিষয়ে রোববার (৪ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(২)(খ) এবং ৩ (৩) মোতাবেক রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।
প্রসঙ্গত, জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার জেলা আদালত, হাইকোর্ট বিভাগ এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল
বিভাগের আইনজীবী হিসাবে যথাক্রমে ১/১০/১৯৯১,২১/০৮/১৯৯৩ এবং ১২/০৫/২০০৮ ইং তালিকাভুক্ত হন।
তিনি 0৪/১১/২০১০ ইং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসাবে উন্নীত হন এবং ১৫/১০/২০১২ ইং
একই বিভাগের বিচারক নিযুক্ত হন।
এছাড়াও তিনি অস্ট্রেলিয়া এর ওলংগং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
Discussion about this post