বিডি ল নিউজঃ পশ্চিমারা বিয়ে না করে গার্ল ফ্রেন্ডের সাথে একই ছাদের নিয়ে বসবাস করে। কিন্তু, এর পিছনের কারণটা অনেকের কাছেই অজানা। তবে, এর কারন কেবল একটা নয়। অনেকগুলো কারনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গলার কাঁটা হল বিচ্ছেদ। বিচ্ছেদ বা ডিভোর্সের সময় নিজের স্ত্রীকে নিজের অর্ধেক সম্পত্তি দিতে হয় এটাই হচ্ছে তাদের জন্য সবচেয়ে অসহ্য কারন, যার ফলশ্রুতিতে তারা বিয়েকে এড়িয়ে চলে। দেখুন না একজন কীভাবে ফেঁসে গেল, বিচ্ছেদ নিষ্পত্তির মামলায় লন্ডনের এক পুঁজিপতির সাবেক স্ত্রীকে ৩৩ কোটি ৭৭ লাখ ৮০ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় চার হাজার ২৪ কোটি ১৩ লাখ টাকা দিতে বলেছেন যুক্তরাজ্যের একটি আদালত।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনাকে যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল বিচ্ছেদ নিষ্পত্তি বলে বিবেচনা করা হচ্ছে।
সাবেক স্বামীর কাছ থেকে আরও বড় অঙ্কের অর্থ পেতে মার্কিন বংশোদ্ভূত জেমি কুপার-হনের (৪৯) আইনজীবীরা আপিল করার কথা বিবেচনা করছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিয়ের ১৭ বছর পর পুঁজিপতি ক্রিস হনের (৪৮) সঙ্গে বিচ্ছেদ হয় কুপার হনের। হার্ভার্ডে পড়াশোনা করার সময় তাঁদের পরিচয় হয়। তাঁদের চার সন্তান রয়েছে।
উন্নয়নশীল দেশের দরিদ্রদের সহায়তায় এই দুজন মিলে ‘চিলড্রেনস ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ৭০ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের সম্পত্তি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। হন তাঁর সাবেক স্ত্রীকে এক-চতুর্থাংশ সম্পত্তির ভাগ দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু জেমি অর্ধেক সম্পত্তি দাবি করেন।
তথ্যসূত্রঃ প্রথম আলো
Discussion about this post