বিডি ল নিউজঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ–এর সহায়তায় ভারতীয় নাগরিকদের সড়ক নির্মাণের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর চরপাড়া সীমান্তে এ ঘটনা ঘটেছে। রামকৃষ্ণপুর ইউনিয়নের সদস্য মুকুল বিশ্বাস জানান, সীমান্ত সংলগ্ন চরপাড়া মাঠে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া ক্যাম্পের বিএসএফ–এর সহযোগিতায় ভারতীয় কৃষকরা বাংলাদেশী সীমানায় অবৈধভাবে সড়ক নির্মাণ করার জন্য কোদাল ও ডালা নিয়ে জড়ো হয়। এ খবর মোহাম্মদপুর গ্রামবাসী স্থানীয় বিজিবিকে জানালে এলাকাবাসীকে নিয়ে রামকৃষ্ণপুর বিজিবি’র টহল দল ঘটনাস্থলে উপস্থিত যায়। এতে কোদাল ও ডালা ফেলে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা ঘটনাস্থল থেকে সরে যায়। বিজিবি’র টহল অব্যাহত থাকায় বিএসএফ ও ভারতের সরকারপাড়া গ্রমের কৃষকদের ওই সীমান্তে আর দেখা যাচ্ছে না বলে ইউপি সদস্য মুকুল বিশ্বাস জানিয়েছেন। এদিকে ৩২বিজিবি ব্যাটালিয়নের অধীন রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল ওহাব জানান, সীমান্তে বিজিবি’র টহল জোরদার হওয়ায় সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Discussion about this post