মায়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরো ৩৭ বাংলাদেশিকে দেশে ফেরত আনার ব্যাপারে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক চলছে।
শুক্রবার সকাল ১১টার দিকে মায়ানমারের অভ্যন্তরে ঢেঁকবনিয়া বিজিপি ক্যাম্পে এ পতাকা বৈঠক শুরু হয়। পতাকা বৈঠক শেষে ৩৭ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হবে।
এর আগে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চিঠি বিনিময়ের পর উদ্ধার হওয়া অভিবাসীদের বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে ওইসব বাংলাদেশি অভিবাসীকে ফেরত আনা হবে।
Discussion about this post