বিডিলনিউজঃ আগামী নভেম্বর থেকে ছয় মাসের জন্য পরিচ্ছন্নতা ও নির্মাণ কাজে বিদেশি শ্রমিক নেয়া বন্ধ করছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমেদ খান বলেন, “কাজের তুলনায় অতিরিক্ত বিদেশি শ্রমিক থাকায় ওমানের শ্রম মন্ত্রণালয় সাময়িকভাবে বিদেশি শ্রমিক নেয়া বন্ধ করেছে।”এর ফলে বাংলাদেশের শ্রমিকদের একটি বড় বাজার সাময়িকভাবে বন্ধ হল।
বাংলাদেশের শ্রমশক্তির একটি ‘বড় বাজার’ ওমান। প্রতিবছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমান শ্রমিক কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পারি জমান। তাই এই সিদ্ধান্ত ফেরাতে সেখানকার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তারা আশা করছেন যে দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।
জনশক্তি প্রশিক্ষণ ও রপ্তানি ব্যুরোর (বিএমইটি) অভিবাসন বিষয়ক পরিচালক আব্দুল লতিফ খান জানান, বর্তমানে ওমানে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে এ বছরে সেপ্টেম্বর মাস পর্যন্ত গেছেন প্রায় এক লাখ জন।
ওমান আগেও বিদেশি শ্রমিক নেয়া বন্ধের সিদ্ধান্ত নিলেও পরে তা কার্যকর করেনি জানিয়ে এবারো সে রকম ঘটার আশা করছেন তিনি।
Discussion about this post