বিদেশ ফেরত যেকোন বাংলাদেশী যাত্রী ব্যাগেজ সুবিধা পাবেন বছরে ১বার। হজ্জযাত্রীগণও পাবেন। যাঁরা জানতে চান তাঁদের জন্য এ পোস্ট।
১. ব্যাগেজ ঘোষণা ফরম:
সকল যাত্রীকে ব্যাগেজ ঘোষণা ফরমে (তফশীল-১) আইন অনুযায়ী স্বাক্ষর করতে হবে। বিমান থেকে না দিলে ক্রুর কাছ থেকে চেয়ে নেবেন।
২. গ্রীণ চ্যানেল:
শুল্ককর দেয়ার মতো কোন পণ্য না থাকলে ব্যাগেজ ঘোষণা ফরম অফিসারের হাতে দিয়ে বের হয়ে যান।
৩. ব্যাগেজের ওজন:
১২ বছরের বেশী বয়সের যাত্রী ৬৫কেজি ফ্রি পাবেন। এর কম বয়স হলে ৪০ কেজি পাবেন। বইপুস্তক বা পেশাগত পাবেন আরো ৩৫ কেজি। জমজমের পানি এ সীমার মধ্যে নেই। মূলত, আপনার ব্যাগেজের ওজন এয়ারলাইন্স নির্ধারণ করে। কাস্টমস এক্ষেত্রে কোন সমস্যা নয়।
৪. শুল্ককরমুক্ত পণ্য:
এনবিআরের ব্যাগেজ রুলস এর তৃতীয় তফসীলে দেয়া ২৫টি পণ্যের ১টি করে আপনি ফ্রি (শুল্ককর ছাড়া) পাবেন।
এর মধ্য ল্যাপটপ, মোবাইল ফোন, নির্দিষ্ট ক্যাপাসিটি মিউজিক সেন্টার, স্ক্যানার, এলসিডি মনিটর, প্রিন্টার,
ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা ২১ইঞ্চি পর্যন্ত এলইডি/ টিএফটি টিভি, ২১ ইঞ্চ কম্পিউটার মনিটর, মাইক্রোওয়েভ ওভেন, ইত্যাদি গৃহস্থালী সামগ্রী।
৫. শুল্ককর দিয়ে আনা যাবে: ২১ ইঞ্চির বেশী হলে:
২২-২৯ পর্যন্ত ১০,০০০ টাকা,
৫৩ ইঞ্চির বেশি হলে ৭০,০০০ টাকা শুল্ককর দিতে হবে।
মিউজিক সিস্টেমে ৪ স্পিকারের বেশী থাকলে শুল্ককর ৮,০০০ টাকা।
খ) অন্যান্য গৃহস্থালী সামগ্রী:
ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, এয়ারগান (শর্ত মেনে) কার্পেট, ঝাড়বাতি ইত্যাদি নির্দিষ্ট শুল্ককর দিয়ে আনতে পারবেন।
গ) অলংকার:
১০০ গ্রাম স্বর্ণ বা ২০০গ্রাম রুপার অলংকার ফ্রি আনতে পারবেন। ২০০ গ্রাম স্বর্ণ বা রুপার বার শুল্ককর দিয়ে আনতে পারবেন। এর বেশী হলে জরিমানাসহ শুল্ককর দিতে হবে।
৬. শুল্ককর ও জরিমানা:
ব্যাগেজ রুলের বাইরের পণ্য (যেমন গাড়ির যন্ত্রাংশ, ঘড়ির যন্ত্রাংশ, বাণিজ্যিক পরিমাণের কসমেটিকস, থান কাপড়, পার্লার সামগ্রী ইত্যাদি নিয়ে আসলে শুল্ককর ও বাড়তি জরিমানা দিতে হবে।
৭. বুকিংয়ে দেয়া ব্যাগেজের জন্য:
বিদেশ থেকে রওনা করার আগে কার্গোতে ব্যাক্তিগত মালামাল বুকিং দিলে নেমেই ‘এ ফরমে’ কাস্টমসের কাছে ঘোষণা দিন। ভুলে গেলে ৭ দিনের মধ্যে দিতে হবে।
৮. মুদ্রা ঘোষণা:
আত্মীয় স্বজন রিয়াল বা ডলার দিলে যে কোন পরিমান আনতে পারবেন এবং সেটি ৫হাজার মা: ডলারের বেশী হলে কাস্টমসের কাছে ঘোষণা করুন। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে।
Discussion about this post