বিডি ল নিউজঃ বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সে ক্ষোভ-অসন্তোষের জল এবার গড়াল আদালতে। পাক দলের জঘন্য পারফরম্যান্সের তদন্ত চেয়ে লাহৌর হাইকোর্টে মামলা দায়ের করা হল। আদালত মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে।
পিটিশনকারী অ্যাডভোকেট রিজওয়ান গুল এই মামলায় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, পাক ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়র খান ও বোর্ডের অন্যতম সদস্য নাজম শেঠিকে পক্ষ করার আর্জি জানিয়েছেন। গতকাল ২৪ ফেব্রুয়ারি মামলার শুনানি হওয়ার কথা ছিল।
বিশ্বকাপে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের শোচনীয় হার নিয়ে ক্রিকেট-পাগল দেশে এখন তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রাক্তন প্লেয়ার ও সমালোচকরা দলের খেলোয়াড়দের নিন্দায় মুখর হয়েছেন। প্রাক্তন পেসার শোয়েব আখতার তো মিসবা উল হককে দুর্বল ও স্বার্থপর অধিনায়ক হিসেবে তোপ দেগেছেন।
রাজনীতিবিদরাও জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে সরব হয়েছেন। সংসদের বিরোধী দলনেতা খুরশিদ শাহ দেশে ক্রিকেট পরিচালনার ভার জাভেদ মিঁয়াদাদ ও ওয়াসিম আক্রমের মতো প্রাক্তনীদের হাতে তুলে দেওয়ার দাবিতে সরব হয়েছেন।বিশ্বকাপে দলের কোচ হিসেবে ওয়াকার ইউনিস ও নির্বাচক কমিটির প্রধান হিসেবে মইন খানকে বেছে নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন মনাজম শেঠি।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post