মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নির বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে শহরের বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয় তাদের। চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা গেছেন ২৭ জন।
এ ঘটনায় আরও ৩০ জন অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের কেইএম ও শতাব্দী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
এই বিষাক্ত মদ প্রস্তুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আরও অনুসন্ধান চলছে বলেও জানায় মুম্বাই পুলিশ।
এর আগে ২০০৪ সালে মুম্বাইয়ে বিষাক্ত মদ পানে মারা যান ৮৭ জন।
Discussion about this post