বিডি ল নিউজঃ সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে বুধবার থেকে সারা দেশে লাগাতার হরতাল, অবরোধ কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আল্লামা নূর হোসেন কাসেমি সোমবার দুপুর ২টায় দলটির বিক্ষোভ চলাকালে এ ঘোষণা দেন। তিনি বলেন, আজকের মধ্যে লতিফ সিদ্দিকী গ্রেফতার না হলে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এর আগে দুপুর দেড়টার দিকে তারা দৈনিক বাংলার মোড় এলাকায় বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের কারণে দৈনিক বাংলার মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত সড়কটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়।
Discussion about this post