বিডিলনিউজ: পেশাদার সাংবাদিক হিসেবে মানহানি ঘটানোর অভিযোগে ১ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ব্রিটিশ সাংবাদিক সায়মন রাইটকে উকিল নোটিশ পাঠিয়েছেন সাভারের এক গণমাধ্যম কর্মী। সাভারে কর্মরত দৈনিক যুগান্তর এবং রেডিও টুডের স্টাফ রিপোর্টার জাভেদ মোস্তফা ১৮ জুলাই তার আইনজীবীর মাধ্যমে নোটিশটি পাঠান।
সাইমন রাইটের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো বিষয়টি নিশ্চিত করে জাভেদ মোস্তফা জানান, ঢাকা জজ আদালতের আইনজীবী বদরুল আলমের মাধ্যমে তিনি মিরর কর্তৃপক্ষ ছাড়াও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনে রেজিস্ট্রার ডাক ও ই-মেইলে ক্ষতিপূরণ চেয়ে নোটিশটি পাঠিয়েছেন। নোটিশে বলা হয়, জাভেদ মোস্তফা একজন সৎ সাংবাদিক ও দেশপ্রেমিক। হটকারী এ প্রতিবেদনটি জাতিকে সন্ধিগ্ধ ও বিভ্রান্ত করেছে। ক্ষতিপূরণ মামলা এড়াতে আগামী ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদানের সময়সীমা বেঁধে দেয়া হয় ওই নোটিশে।
Discussion about this post